ভোরের আলো বিডি ডেস্কঃ
কিশোরগঞ্জ জেলার নব-নিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র পন্ডিতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নীড এগ্রো ফার্মের সিইও দেওয়ান এনায়েতুল ইসলাম।
১১ সেপ্টেম্বর(সোমবার) বেলা ১২ টার দিকে জেলা শহরের প্রাণিসম্পদ অফিসে এ সাক্ষাৎ করেন।সাক্ষাৎ মুহূর্তে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা প্রাণিসম্পদ দপ্তরের থেরিওজেনোলজিস্ট ডাঃ স্বপন চন্দ্র বনিক,করিমগঞ্জ উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো: সারোয়ার জাহান,নীড এগ্রো ফার্মের মার্কেটিং অফিসার হারুনর রশীদ প্রমুখ।
নীড এগ্রো ফার্মের সিইও সাহেবের আলোচনা শুনে ডাঃ সুভাষ চন্দ্র পন্ডিত বলেন,"আপনি ঔষধ ফার্মে চাকরি করেছেন।তারপর অভিজ্ঞতা সঞ্চয় করে নিজে একটি ফার্মের সিইও হয়েছে। এমন ফার্ম কমই খোঁজে পাওয়া যাবে যে ফার্মের সিইও পূর্বে বিভিন্ন ফার্মে চাকরি করেছে।আমি আপনার ফার্মের সফলতা কামনা করি।"