মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
ভৈরব বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটসহ ব্যবসায়ীদের আহত করার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে ভৈরব বাজার জামে মসজিদ রোডে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে ব্যবসায়ীরা । ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি আলহ্বাজ মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় মানবন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী জাকির হোসেন, আরিফুল হক সুজন প্রমূখ ।মানববন্ধনে তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান । অন্যথায় ব্যবসায়ীরা কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন ।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বিকালে শহরের চিহ্নিত সন্ত্রাসী বিজন ও তার সমর্থকরা ভৈরব বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, চাদাঁবাজি, লুটপাট সহ ব্যসায়ীদের বেধড়ক পেটায়। এ ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার মানববন্ধন করে ব্যবসায়ীরা। ভুক্তভোগীরা অনতিবিলম্বে সন্ত্রাসী বিজনসহ হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Leave a Reply