ভোরের আলো ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া জাঙ্গালিয়া ইউনিয়নের কূষক আখতারুজ্জামান (৭০) হত্যা মামলায় তিন ভাইসহ সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন। তার ছাড়া প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পাকুন্দিয়া উপজেলার চরকাউনা এলাকায় মৃত রফিক মিয়ার ছেলে আল আমিন (২৫), মৃত আব্দুল গফুরের ছেলে তিন ছেলে আসাদ মিয়া (৪০), কাশেম মিয়া (৫০) ও ফালান মিয়া (৪৫)। অপর তিনজন হলেন আবুল কাশেমের ছেলে এনামুল হক (২০), আব্দুর রাশিদের ছেলে সুমন মিয়া (২৫) এবং মুর্শেদ উদ্দিনের ছেলে মাসুদ (২৮)।
রায় ঘোষণার সময় আসামি আল আমিন ও এনামুল হক ছাড়া অন্য পাঁচজন আদালতে উপস্থিত ছিলেন।কিশোরগঞ্জের পাবলিক প্রসিকিউটর আবু নাসের মো. ফারুক সঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত জেরে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল যোগে চরকাওনা নতুন বাজারে থেকে বাড়ি ফেরায় পথে রিয়াজ উদ্দিনের বাড়ির পূর্ব পার্শ্বের কালভার্টের পৌঁছা মাত্রই পূর্ব থেকে উঁৎপেতে থাকা আসামিরা রামদা, কিরিস, লোহার রড, লাঠিসোটা দিয়ে নিহত কৃষক আখতারুজ্জামানকে রক্তাক্ত জখম করে মারাত্মকভাবে আহত করে।
পরে গুরুতর মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত ডাক্তার তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। পরদিন ২৮ ডিসেম্বর সকালে তার অবস্থা অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরে ২৮ ডিসেম্বর তার স্ত্রী আশরাফুন্নাহার বাদী হয়ে সাতজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই পাকুন্দিয়া থানার তৎকালীন উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম সাতজনকেই অভিযুক্ত করে চার্জশিট দেন।
Leave a Reply