ভোরের আলো ডেস্ক রিপোর্টঃ
মেজর মোঃ নাসিমুল হক(অব:) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ২নং গোজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের সাবেক পুলিশ সুপার মরহুম আব্দুল জব্বার সাহেবের কনিষ্ঠ পুত্র। তিনি তার কর্মজীবনে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এডিসি ছিলেন।বঙ্গবন্ধুর পরিবারে আত্মীয়তা ও আওয়ামী লীগ ঘরোয়ানার সক্রিয় সদস্য হওয়ায়-২০০৪ সালে "বিএনপি জামায়াত জোট সরকার" নাসিমুল হক কে চাকুরী হতে অবসরে যেতে বাধ্য করে।অবসরের পরেও হীনমনা জোট সরকারের নানামুখী হয়রানির স্বীকার হন।শত বাধা উপেক্ষা করে ২০০৪ সাল হতে মেজর নাসিমুল হক করিমগঞ্জ-তাড়াইল তৃণমূল আওয়ামী লীগ এর সকল কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে নিজেকে সম্পৃক্ত করে রেখেছেন।
তিনি বর্তমানে কিশোরগঞ্জ-৩(করিমগঞ্জ-তাড়াইল) আসনে নৌকার সম্ভাব্য পদপ্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।করিমগঞ্জ-তাড়াইলের প্রতিটি পাড়া মহল্লায় তিনি ছুটে চলেছেন।বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে দেশের উন্নয়ন কর্মকান্ড চালু রাখার জন্য আবারো ক্ষমতায় আনা দরকার-এমন ম্যাসেজ পৌঁছে দিচ্ছেন।এমনকি অসংখ্যা নেতাকর্মী তার পক্ষে গণসংযোগ চালাচ্ছে। অনেক নেতাকর্মীর ভিড়েও তার অবস্থান শক্ত করে নিয়েছেন।
মেজর মোঃ নাসিমুল হক(অব:) বলেন,"করিমগঞ্জ-তাড়াইলের সুদীর্ঘ ২২ বছরের নিপীড়িত,নির্যাতিত ও অবহেলিত আওয়ামী লীগের অতীত গৌরব ফিরিয়ে আনতে আমাদের শেষ আশ্রয়স্থল,মানবতার জননী,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে আপনাদের প্রাণের দাবী পৌছানোর সুযোগ আপনাদের এই ছেলের রয়েছে এবং আপনাদের সার্বিক সহযোগীতায় তার বাস্তবায়ন সম্ভব-ইনশাল্লাহ"