💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
মাছ-ধান-সবজি বাগান
সব ডুবেছে হায়রে
চারিদিকে জল করেছে অতল
চোখ যে'দিকেই চায়রে।
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
এতো ক্ষতি কি হবে গতি
নয়তো কু'নীতি লুকাবে
বুঝতেছে তারা ভূগতেছে যারা
নিয়তির আগুনে শুকাবে।
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
বৈরিহাওয়া ছুটে সুযোগীরা লুটে
চলছে লুটের জয়গান,
জাতির মাথায়, অপনীতি গাঁথায়
ভর করেছে শয়তান।
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️