সাহিত্য/স্বরচিত
স্বাধীনতা মানে কি ফিলিস্তিনের পরিণতি দেখে অনুভবে আজ বুঝি।
আনলো যারা স্বাধীনতা তারাই মোদের জনম দাতা বাংলার ইতি কথা।
দেশের তরে তাঁদের কেমন বলিদান ! স্বাধীনতা দিয়ে আমায় করেছে মরণ পান।