প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৪, ১১:১১ পূর্বাহ্ণ
গান-গজল-কবিতা ও বক্তব্যের মধ্যি দিয়ে অনুষ্ঠিত হলো ভোরের আলো সাহিত্য আসরের ৮৪৯তম সভাটি
ভোরের আলো বিডি ডটকম:
গান-কবিতা -গজল ও বক্তব্য উপস্থাপনার মাধ্যমে মাধ্যমে আজ ভোরের আলো সাহিত্য আসরের ৮৪৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬জানুয়ারি(শুক্রবার) সকাল ৯ঘটিকার সময় থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে এই সভাটি অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন সদ্য সুস্থ হওয়া সংগঠনের সভাপতি মো: আজিজুর রহমান।
সংগঠনের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী। বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, আবুমুঈন মোহাম্মদ আশফাকুস সামাদ বীরোত্তম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও ভোরের আলো সাহিত্য সংগঠনের প্রধান সমন্বয়ক হাজী আবুসাঈদ,
সাংস্কৃতিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম, সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জহিরুল হাসান রুবেল, নারী অংশের সাধারন সম্পাদক মির্জা মাহবুবা বেগ মৌসুমী, ভোরের আলো বিডি ডটকম এর বিশেষ প্রতিনিধি সারওয়ার জাহান, জ্ঞান তীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: আলমগীর অলিক, কবি হিরন আকন্দ, কবি মুর্তাজা জামাল, শিল্পী রাখাল চন্দ্র দাস, শুভাকাঙ্ক্ষী সিদ্দিকুজ্জামান ঠাকুর, শিশু শিল্পী অনশ্রী সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাদিবসের আলোচনা হয়। এতে সংস্থাকে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠান শেষে শত অসুস্থতা সত্ত্বেও শেষ পর্যন্ত অবস্থান করে ভোরের আলো সাহিত্য আসর সংগঠনের সভাপতি ও নিউজক্যাসেল বিডিডটকমের সম্পাদক আজিজুর রহমান সকলকে ধন্য জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.