প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ২:১৫ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি । সৌদী থেকে দুজন গ্রেফতার

ভোরের আলো ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর অভিযোগে সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল শনিবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে গ্রেপ্তার দুজনের নাম-পরিচয় জানায়নি ডিএমপি। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন জানান, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়।সুনির্দিষ্ট অভিযোগ ও তদন্তের ভিত্তিতে হুমকিদাতাদের শনাক্তের পর ডিএমপির সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ সৌদি আরব থেকে দুজনকে গ্রেপ্তার করে।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.