আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আত্মসংযম ও আত্মশুদ্ধির শপথ নিয়ে ভোরের আলোর ইফতার মাহফিল

ভোরের আলো ডেস্ক

কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের এক ব্যতিক্রমধর্মী ইফতার কর্মসূচি পালন করা হয়েছে।


মাহে রমজানের শিক্ষা নিতে আত্মসংযম ও আত্মশুদ্ধির শপথ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোরের আলো সাহিত্য আসরের ৮৫৮ তম এক ব্যতিক্রম ধর্মী আলোচনা সভা ও দু’আ অনুষ্ঠান।

আজ ২২মার্চ (শুক্রবার) বিকেল ৪টায় কবি নজরুল ইসলাম স্মরণী সড়কে থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে  এ কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোঃ আজিজুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক পরিচালক ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন।

সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায়

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবির উপপরিচালক ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া।

বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলচনা রাখেন ভোরের আলোর সিনিয়র সহসভাপতি অবসরপ্রাপ্ত বিশিষ্ট ব্যাংকার কবি মোতাহের হোসেন।

সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী অতিসংক্ষিপ্ত অথচ বিস্তর অর্থবোধক আলোচনায় মাহে রমজান মাসের মাহাত্ম্য তুলে ধরেন।

সাহিত্য সম্পাদক কবি মূর্তজা জামাল বলেনঃ আমরা যদি আত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জন করতে না পারি তবে আমাদের রোজা কোনো কাজে আসবেনা।

সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মোঃ শাহীন মিয়া ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে আয়োজিত এমন অনুষ্ঠানের জন্য সবার প্রশংসা করেন।

আলোচনার এক ফাঁকে ইসলামী সংগীত পরিবেশন করে আসরের সবাইকে মুগ্ধ করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক  শিল্পী মাজহারুল ইসলাম।

সুন্দর আয়োজনের প্রতি প্রীতিমুগ্ধতায় আবেগীয় বক্তব্যে আসরকে স্পন্দিত করেন ভোরের আলো বিডি ডটকমের বিশেষ করেসপন্ডেন্ট প্রভাষক সারোয়ার জাহান।

নবাগত অতিথি হিসেবে  ভোরের আলো সাহিত্য আসরের প্রচার-প্রসার ও বিস্তৃতি কামনা করে বক্তব্য রাখেন শিক্ষক মোঃ শামছুল আরেফিন।

অতিসুন্দর বাক্যবানে রমজানের মাহাত্ম্য বর্ননা করেন করেন তরুণ কবি হিরন আকন্দ।

তাছাড়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক সেনা সদস্য এসএম জাহাঙ্গীর আলম।

সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল।

ও শিল্পী হামিদুর রহমান হামিদ।

অনুষ্ঠান শেষে সভাপতি আজিজুর রহমান সমাপনি বক্তব্য রাখেন ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ নিজাম উদ্দিন বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

তারপর উপস্থিত সদস্যরা একসাথে ইপতার করে ঐক্যের মেলবন্ধন রচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category