প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৪, ১:০২ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে যুদ্ধপরাধ ও ভোরের আলোর ৫৪ তম স্বাধীনতাদিবস পালন।

অনাড়ম্বর পরিবেশের মধ্যি দিয়ে কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসর ও যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটির যৌথ উদ্যোগে স্বাধীনতার ৫৪তম দিবস পালিত হয়েছে।

২৬মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে এই দিবসটি পালিত হয়।
ভোরের আলো ও যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলনের কমিটির প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার প্রানবন্ত সঞ্চালনায় আলোচনা,দেশাত্মবোধক গান ও স্বরচিত কবিতা পাঠের মধ্যি দিয়ে সরব হয়ে ওঠে সভাটি।
এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি বিশিষ্ট নাট্যকার,গীতিকার,কবি ও সাহিত্যিক মোঃ আজিজুর রহমান।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন "অথচ এবং ইত্যাদি" বইয়ের লেখক অবসরপ্রাপ্ত বিশিষ্ট ব্যাংকার মো: মোতাহের হোসেন,

বিশিষ্ট তথ্যসংগ্রাহক ও সাংবাদিক ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী,
সাহিত্য আসরের দপ্তর ও অর্থসম্পাদক ডাঃ মোঃ হিরা মিয়া,
যুব মহিলা লীগের জেলা কমিটির সদস্য আনোয়ারা বেগম, আসরের জয়েন্ট সেক্রেটারি ও সাংস্কৃতিকামোদী মোঃ শাহীন মিয়া,
ভোরের আলোর প্রচার ও প্রকাশনা সম্পাদক,কিশোরগঞ্জ মডেল কলেজের প্রভাষক মোঃ সারোয়ার জাহান, কিশোরগঞ্জ মানবাধিকার টিভির প্রতিনিধি ও বিশিষ্ট শিল্পী মোঃ হামিদুর রহমান (হামিদ), ভোরের আলো বিডির তত্ত্বাবধায়ক মো: মাহমুদুর রহমান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শিল্পী হামিদুর রহমান দেশাত্মবোধক গেয়ে সবাইকে মাতিয়ে রাখেন। তার গানে শিহরিত হয় দেশপ্রমিক প্রতিটি শ্রোতার রক্ত ধমনী। কবি মোতাহের হোসেনের কবিতায়ও ছিলো বিপ্লবী চেতনার জাগ্রত সুর। সভার শেষপ্রান্তে সভাপতির স্বরচিত টাঙ্গাইলের উদ্দেশ্যকৃত একটি গান সবার মন স্পর্শ করে। পরিশেষে ১৯৭১সানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সভাপতি মোঃ আজিজুর রহমান।

Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.