প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১২:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৪, ৬:১৮ অপরাহ্ণ
কিশোরগঞ্জে নাচ-গান-আবৃত্তি-বক্তৃতা ও দু’আর মধ্যি দিয়ে ভোরের আলো সাহিত্য আসরের ৮৬০তম সভা অনুষ্ঠিত

ভোরের আলো ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের ৮৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯মার্চ (শুক্রবার) সকাল ১০ঘটিকায় কিশোরগঞ্জস্থ থানা মার্কেটের ডেন্টাল কেয়ারে অনাড়ম্বর পরিবেশে এই সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোঃ আজিজুর রহমান। সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ঐতিহাসিক পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত উদ্দিন ভুইয়া, অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ শামছুল হুদা, বিশিষ্ট ব্যাংকার ও কবি বিমল চন্দ্র ভৌমিক, বিশিষ্ট কবি আলীমুর রাজী (রাজিব), জয়েন্ট সেক্রেটারি ও সাংস্কৃতিক কর্মী মোঃ শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল হাসান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজহারল ইসলাম, যুব মহিলালীগের নেত্রী আনোয়ারা বেগম, সাহিত্য সম্পাদক মোঃ মর্তুজা জামাল, শিল্পী হামিদুর রহমান হামিদ, বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক বাবু জুটন দাস। সভাশেষে মোঃ আজিজুর রহমান সাহিত্য সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য যে, অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনার পরও একসাথে বেশ কয়েকজন সদস্যের উপস্থিতির কারণে ২য় পর্বের সাহিত্য আড্ডা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দন্ত চিকিৎসক মোঃ ডাঃ হিরা মিয়া! অনুষ্ঠানের ২য় বিন্যাসে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য,বক্তৃতা ও দু'আর বিষয় সমূহ অন্তর্ভুক্ত থাকে।

এতে এসব বিষয়ে সম্পৃকত্ত থাকেন মোছাঃকাইফা আক্তার সানিয়া, ফারিয়া আক্তার শান্তা, জান্নাত আরা সোনাম। তাছাড়া মোছা: আকলিমা আক্তার,মোঃ সুমন উপস্থিত থেকে সভাকে প্রাণবন্ত করে রাখেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.