(নিজস্ব প্রতিবেদক) জেলার তাড়াইল উপজেলার কাজলা চকপাড়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের খুতবা চলাকালীন কাজলা আলীম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও ঈদগাহ মাঠের খতিব বীরমুক্তিযোদ্ধা আবু তৈয়ব মোঃ নুরউদ্দীন মৃত্যুবরণ করেছে
স্থানীয় সূত্রে জানা গেছে,প্রতিবছরের ন্যায় এবারও ঈদের মাঠে নসিহতমূলক বয়ান দিচ্ছিলেন তিনি। বয়ান চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন।পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
মরহুমের জানাজার নামাজ ১১ই এপ্রিল রোজ বৃহস্পতিবার বিকাল ৫:৩০ ঘটিকায় কাজলা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।