ভোরের আলো ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের আজ ১১৭৭ তম সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা হতে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত টানা ৩ঘন্টা এ অনুষ্ঠানের কার্যক্রম চলে।
ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি বিমল চন্দ্র ভৌমিক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
আজ ৩মে (শুক্রবার) সকাল ৯ঘটিকায় কিশোরগঞ্জ শহরস্থ থানা মার্কেটের মডার্ন ডেন্টাল কেয়ারে অনাড়ম্বর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।
গজল, সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, স্বরচিত কবিতা পরিবেশন ও বক্তৃতার মধ্য দিয়ে সাহিত্য আসরটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক। পরে গান পরিবেশন করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মাজহারুল ইসলাম।
এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো জাহাঙ্গীর আলম রেজার মোহনীয় বাঁশি বাজানোর বিশেষ মূহুর্তটা, যা সবাইকে আন্দোলিত করছিলো।
সিনিয়রদের মধ্যে মুগ্ধ করা গান গাইলন শিল্পী জসীম উদ্দীন হিরো, গানের শিক্ষক আবুল কালাম আজাদ, বিশিষ্ট আবৃত্তিকার ও অভিনয়কারী আবদুল ওয়াহাব।
কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি হিরন আকন্দ, কবি জুটন দাস, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক। আলোচনায় অংশ নেন ভোরের আলোর সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, যুব মহিলা আওয়ামীলীগের নেত্রী আনোয়ারা বেগম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দন্ত প্র্যাকটিশনার ডাঃ হিরা মিয়া, শিল্পী আকলিমা আক্তার,মূর্তজা জামাল,মোঃ ইবরাহীম মোবারক,পউজ, সবশেষে গান ছিলো,ভোরের আলোর সদস্য শিল্পী হামিদুর রহমান হামিদের।
গানগুলো উপভোগ করেন নবাগত মহিলা নিপা আক্তার, শিশু সালামুন আক্তার, পপি আক্তার,সামিয়া আক্তার,সিরাজ উদ্দিনসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
সবশেষে সভাপতি বিমল চন্দ্র ভৌমিক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply