প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৫, ১২:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৪, ৫:০৬ পূর্বাহ্ণ
এমপি আনোয়ারুল আজিমের হত্যাকান্ড অত্যন্ত মর্মান্তিক, দু:খজনক ও অনভিপ্রেত— ড. হাসান মাহমুদ

ভোরের আলো বিডি ডেস্কঃ
গতকাল ২২ মে, ২০২৪, বুধবার, বাংলাদেশ সংবাদ সংস্থা'র (বাসস) সূত্র মোতাবেক এক খবরে জানা যায় : পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এমপি আনোয়ারুল আজিমের হত্যাকান্ড অত্যন্ত মর্মান্তিক, দু:খজনক ও অনভিপ্রেত।
কলকাতায় বাংলাদেশ মিশন থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তিনি জানান, ‘কলকাতার যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে, কলকাতা পুলিশ সেই ফ্ল্যাটে ঢুকে লাশ পায়নি। তবে হত্যাকান্ডের মূল হোতাসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।’
বুধবার দুপুরে রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকরা ভারতের পশ্চিমবঙ্গ সফরকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যু বিষয়ে প্রশ্ন করলে জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজখবর রাখছি।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.