কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ২৬ মে রবিবার বিকেল ২ ঘটিকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এক প্রেস ব্র্রিফিং করা হয়েছে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে আগামী পহেলা জুন কিশোরগঞ্জে ৫ লাখ ২১ হাজার ১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৫৯ হাজার ৮৭৫ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ক্যাপসুল। ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৬১ হাজার ১৩৫ জন শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ক্যাপসুল। গতকাল দুপুরে কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্র্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
এ ছাড়া ক্যাম্পেইন পরবর্তী ৪ দিন জেলার হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলা এবং বাজিতপুর উপজেলার হুমাইপুর ইউনিয়নের দুর্গম এলাকায় চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম পরিচালিত হবে। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম। তিনি জানান, জেলার ১৩টি উপজেলার ইউনিয়ন ও পৌরসভার মোট ৩৬৩টি ওয়ার্ডের ২ হাজার ৯৩৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী মিলে মোট ৭ হাজার ৪৫৩ জন দায়িত্ব পালন করবেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে উদ্যাপনের জন্য জেলা এডভোকেসি ও পরিকল্পনা সভা এবং উপজেলা ও পৌরসভায় এডভোকেসি, ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম তারেক আনাম, সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. চৌধুরী শাহরিয়ার এবং কিশোরগঞ্জ জেলা পাবলিক হেলথ নার্স নাজমুন্নাহারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন মিডিয়ার জেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।
একই সঙ্গে অসঙ্গতির কোনো খবর জানা থাকলে তা সংশ্লিষ্ট বরাবরে কমপ্লেইন করা হলে এর দ্রুত সমাধান করা হবে বলে সিভিল সার্জন সবাইকে আশ্বস্থ করেন।