(বার্তা সম্পাদক)৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।৩য় ধাপে কিশোরগঞ্জের চারটি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪ টায়। উপজেলা ৪ টি হলো করিমগঞ্জ,তাড়াইল,ইটনা ও মিঠামইন।
এদিকে করিমগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ নেতা এডভোকেট মোজাম্মেল হক মাখন।তিনি হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯২৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম জনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৪৮ ভোট।
তাড়াইল উপজেলায় বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া শাহিন।তিনি পেয়েছেন ৩৯ হাজার ৭২৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৬৩৫ ভোট।
ইটনা উপজেলায় বিজয়ী হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান চৌধুরি কামরুল হাসান।তিনি কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৪৬৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট আবুল কাউছার খান মিলকী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১৯০ ভোট।
মিঠামইন উপজেলায় টানা ২য় বারের মত চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম।তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৫৬৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল আনারস প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৫৬৪ ভোট।
উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় জোরালো নিরাপত্তা ব্যবস্থা।ফলে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে জানিয়েছেন।
ধন্যবাদ