প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ১৭টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ মোট ২৯৩৪টি কেন্দ্রে শিশুদেরকে আজ”এ” ক্যাপসুল খাওয়ানো হয়েছে

ভোরের আলো বিডি ডেস্কঃ
আজ ১লা জুন শনিবার কিশোরগঞ্জে ৬ হতে ১১ মাস বয়সী ও ১২ হতে ৫৯ মাস বয়সী শিশুদেরকে "এ" ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

স্থায়ী, অস্থায়ী ও অতিরিক্ত কেন্দ্র মিলে মোট ২৯৩৪ কেন্দ্রে কিশোরগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে মাঠ পর্যায়ে শিশুদেরকে টিকা খাওয়ানোর জন্য ১২০৭ জন ব্যক্তিসহ স্বেচ্ছাসেবী মোট ৫,৮৬৮জন ব্যক্তি অংশ নেয়। এতে ১ম সারির তত্তাবধায়ক হিসেবে অংশগ্রহন করেন ৩৭৮ জন ব্যক্তি।

সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে শিক্ষক,ছাত্র-ছাত্রী,আনসার-ভিডিপি সদস্য, টিকাদান কেন্দ্রের বাড়ির সদস্য,স্কাউট, রেডক্রিসেন্ট কর্মী, গার্লস গাইড, এনিজও কর্মীসহ বিভিন্ন বিভাগের প্রায় ৪,৬৬১ জন ও স্বেচ্ছাসেবকদেরকে উক্ত কাজে সম্পৃক্ত করা হয়।
জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানসমূহে সকল শ্রেণি পেশার মানুষ নৈতিক দায়িত্ববোধ থেকে শিশুদেরকে "এ" ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.