(মো: সারোয়ার জাহান)কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা এড.মোজাম্মেল হক মাখন।
গত ২৮মে(বুধবার) ৩য় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।সকাল ৮টায় শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলে।
সহকারী রিটার্নিং অফিসার ফারহানা আলীর স্বাক্ষরিত তথ্য মতে,মোট বৈধ ভোটের সংখ্যা ৯৭হাজার ২২৯।যেখানে পুরো উপজেলায় ভোটার সংখ্যা ছিলো ২লাখ ৭২হাজার ৯৪৬।হেলিকপ্টার প্রতীক নিয়ে এড.মোজাম্মেল হক মাখন পেয়েছেন ২৭ হাজার ৯২৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম জনি দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৫৪৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী আমজাদ হোসেন খান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৩৩১ ভোট। এছাড়া ফজলুর রহমান রাজু কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৪৫৬ ভোট।
নবনির্বাচিত করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.মোজাম্মেল হক মাখন voreralobd কে বলেন-আমার এই বিজয় করিমগঞ্জ উপজেলাবাসীর।আমি সব ভোটারের কাছে কৃতজ্ঞ।কেননা আমি বিনা খরচে নির্বাচন পরিচালনা করেছি।আমার কাছ থেকে ভোটাররা খরচ নিবে দূরের কথা তারা আমাকে উল্টো আর্থিকভাবে সহযোগিতা করেছে।আমার সাথে নির্বাচনি মাঠে জাতীয় পার্টির দলীয় প্রার্থীসহ মোট প্রতিদ্বন্দ্বী ছিলো ৬জন ।তাদের অনেকের নির্বাচনি খরচ কয়েক কোটির উপরে।কিন্তু তাদের খরচ দেখে আমি কখনোই হতাশ ছিলাম না।কেননা,আমার বিশ্বাস ছিলো করিমগঞ্জ উপজেলাবাসী বনাম আমার ভালোবাসার মাঝে কোটি টাকা অতি নগন্য।
করিমগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুরো উপজেলাবাসীকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করার জন্যও তিনি আহ্বান করেন।