প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৩, ২০২৫, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৪, ১২:০৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার পরিদর্শন ও উদ্বোধন।

বার্তা সম্পাদক-ভোরের আলো বিডি ঃ কিশোরগঞ্জের হারুয়ায় শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার পরিদর্শন ও উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ( ৪ জুন) ২০২৪ দুপুর ১ টায় গ্রন্থাগারের আনুষ্ঠানিক পরিদর্শন ও উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা সরকারি গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন।
শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আবু সাঈদ'র সভাপতিত্বে ও গ্রন্থাগারের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সারোয়ার জাহানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ ছিদ্দিক হোসাইন-সাবেক ডেপুটি কমান্ডার কিশোরগঞ্জ জেলা, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন অ্যাডভোকেট- (সাবেক পরিচালক বিআরডিবি ), বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন আহমেদ- ( অবঃ উপ-অর্থ নিয়ন্ত্রক গাজীপুর সেনানিবাস ), মোঃ রেজাউল হাবিব রেজা- প্রধান উপদেষ্ঠা শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার, আমিনুল হক সাদী- সভাপতি বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ সদর, মোঃ শফিক কবীর- সংবাদকর্মী, মোঃ ফারুকুজ্জামান- সংবাদকর্মী, মোঃ আরিফ হাসান- ছাত্র, মোঃ সাকিব মিয়া- ছাত্র, আল কাউসার সংবাদকর্মী, মোঃ আঃ লতিফ খান-অবসরপ্রাপ্ত চাকুরীজীবী, মিজানুর রহমান শাহীন-সংবাদকর্মী, মোছাঃ লতিফা আক্তার, জান্নাতুল ফেরদৌস আশামনি, সাদিয়া জাহান রেজা, ঐশি আক্তার প্রমুখ।
গ্রন্থাগার পরিদর্শনকালে প্রধান অতিথি লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ও সাংস্কৃতিক পরিমন্ডলের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এক বীর উত্তম শহীদের নামে প্রতিষ্ঠিত হওয়া গ্রন্থাগারের বিস্তৃত ও সমদৃধি কামনা করে বক্তব্য রাখেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.