ডেস্ক রিপোর্ট
কিশোরগঞ্জে পাচারের সময় ভারতীয় চিনিভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়।তারা হলেন শহরের মনিপুরঘাট এলাকার আবু সিদ্দিকের ছেলে চালক রাতুল ও তোফাজ্জল হোসেনের ছেলে হেলপার রাজিব।
শুক্রবার (১৪ জুন) সকাল ৬টায় কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করে।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা জানান, গোপনে খবর পেয়ে সকাল ৬টার দিকে তালতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চিনি জব্দসহ চালক ও হেলপারকে আটক করা হয়। তবে চিনির মালিককে আটক করা যায়নি।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।