প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
ভোরের আলো সাহিত্য আসরের ১১৮৯তম সভা অনুষ্ঠিত
ভোরের আলো ডেস্কঃ
কবিতা ছড়া,গান ও আলোচনার মধ্যি দিয়ে ভোরের আলো সাহিত্য আসরের ১১৮৯ তম সভা অনুষ্ঠিত।
[caption id="attachment_5472" align="alignnone" width="300"]
oppo_0আজ ১২জুলাই (শুক্রবার) সকাল ৯ টায় থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে ভোরের আলো সাহিত্য আসরের ১১৮৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে।[/caption]
সভায় নাট্যকার সভাপতি আজিজুর রহমানের শারীরিক অসুস্থতা হেতু এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সিনিয়র সভাপতি "অথচ এবং ইত্যাদি" বইয়ের লেখক মোঃ মোতাহের হোসেন। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মতিন আকন্দ, অনুষ্ঠানের স্থান দাতা দন্তচিকিৎসক মোঃ হিরা মিয়া, সংগঠনের সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, নারী নেত্রী আনোয়ারা বেগম, তরুণ কবি হিরণ আকন্দ।
[caption id="attachment_5473" align="alignnone" width="300"]
oppo_1024[/caption]
শেষে সভার খোঁজ খবর নিতে আসেন ভোরের আলোর বিশিষ্ট শুভাকাঙ্খী অ্যাডভোকেট সমরকান্তি সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.