প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৪:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
হাওরে ভ্রমণ করতে এসে পর্যটক নিঁখোজ
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অবুজর গিফারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল ৩টার দিকে মিঠামইন জিরো পয়েন্টের কাছে তিনজন পানিতে পড়ে যাওয়ার খবর পান তারা
স্থানীয় এলাকাবাসীরা জানান, দুপুরের দিকে মিঠামইন জিরো পয়েন্ট এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামে আবিদ নামের এক যুবক। এ সময় পানির স্রোত বেশি থাকায় সে ডুবতে থাকে দেখে তার সাথের বাকি দুজন তাকে উদ্ধার করতে পানিতে নেমে তলিয়ে যান। স্থানীয়রা বুঝতে পেরে দ্রুত দুইজনকে উদ্ধার করেন।
কিন্তু একজন নিখোঁজ হন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল এসে নিখোঁজের সন্ধানে কাজ শুরু করে।