প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৪, ১২:৫০ অপরাহ্ণ
দেশের জনগণের কাছে ন্যায়বিচার চাইলেন প্রধানমন্ত্রী।
বার্তা সম্পাদক ( ভোরের আলো বিডি ডেস্ক ) ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশব্যাপী তাণ্ডবের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার করতে হবে। আমি দেশের জনগণের কাছে ন্যায়বিচার চাইছি। ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার মতো আমার আর কোনো ভাষা নেই।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে মিরপুর-১০ মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এই মেট্রো রেল করার সময়ও অনেক বাধা-বিঘ্ন আমাদের অতিক্রম করতে হয়েছিল। সব বাধা অতিক্রম করে এই মেট্রো রেল আমরা করে দিয়েছি এবং সময়ের আগেই আমরা করতে পেরেছি। আজ মেট্রো রেল বন্ধ। কারণ এই স্টেশনে যেভাবে ধ্বংস করা হয়েছে, যেটা সম্পূর্ণ ডিজিটাল ও ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা কত দিনে ঠিক হবে আমি জানি না। কষ্ট পাবে কিন্তু মানুষ।
প্রধানমন্ত্রী মেট্রো রেল ক্ষতিগ্রস্ত করার প্রসঙ্গ টেনে আরো বলেন, এতে দেশের মানুষই কষ্ট পাবে। এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবে।
ঘণ্টার পর ঘণ্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে। কর্মস্থলে সময়মতো পৌঁছানো আবার ফেরত আসায় দীর্ঘ সময় লাগবে, বসে বসে সেই ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া থেকে আপনাদের এই কষ্ট লাঘব করতে চেয়েছিলাম।
প্রধানমন্ত্রী বলেন, তাই আমি আপনাদেরকেই বলব যে কষ্ট আমি লাঘব করতে চেয়েছি সেই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে। দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। এর বিচার তাদের করতে হবে। আমি তাদের কাছেই বিচার চাই। এর আগে ক্ষতিগ্রস্ত মেট্রো রেল স্টেশন পরিদর্শন করে পুরো স্টেশন ঘুরে ঘুরে দেখেন তিনি।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.