প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৮, ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ণ
রাজধানীর হাতিরঝিল লেক থেকে রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার
ভোরের আলো বিডি ডটকমঃ
২৮ আগস্ট, ২০২৪ বাংলাদেশ সংবাদ সংস্থা( বাসস) সূত্রে জানা গেছে, রাজধানীর হাতিরঝিল লেক থেকে রাহানুমা সারাহ (৩২) নামে এক নারী সাংবাদিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রাহানুমা জি-টিভির নিউজরুম এডিটর ছিলেন ।
গতকাল মঙ্গলবার রাতে রাহনুমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সোয়া দুইটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহানুমাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ সাগর জানান, ‘মঙ্গলবার রাতে হাতিরঝিল লেকে এক নারীকে ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার সঙ্গে থাকা পরিচয়পত্র থেকে নাম জানা গেছে। রাহানুমার বাসা কল্যাণপুরে। তার বাবার নাম বখতিয়ার শিকদার।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বাসস’কে বলেছেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এ রহস্যজনক হত্যাকান্ডে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মো: নূর ইসলাম ও মহাসচিব মাসুদুর রহমান দীপু এক যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে নিহত সাংবাদিকে হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.