প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ
ভোরের আলো সাহিত্য আসরের ১১৯৭ তম সভা অনুষ্ঠিত

ভোরের আলো বিডি ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের ১১৯৭ তম সভা অনুষ্ঠিত।
গত ৬ সেপ্টেম্বর -২০২৪, শুক্রবার, কিশোরগঞ্জ থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে এই সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার অথচ এবং ইত্যাদি বইয়ের লেখক কবি মোঃ মোতাহের হোসেন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি কবি বিমল চন্দ্র ভৌমিক।
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার জাহানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আসরের সাংগঠনিক সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, বাউল শিল্পী মোঃ কবির হোসেন, সংগঠনের আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কবি হিরণ আকন্দ, সংগঠনের উপদেষ্টা ও স্থানদাতা ডাঃ মোঃ হিরা মিয়া ও নবাগত অতিথি মোঃ আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
এ আসরটি গান,কবিতা ও আলোচনায় সরব হয়ে ওঠে। সমকালীন ঘটনার রেখাপাত করে কবিতা ও আলোচনার অবতাড়না হয় আসরটিতে। অনুষ্ঠান শেষে পরবর্তী ১১৯৮ তম আসরে আবার উপস্থিত থাকার জন্য আহবান জানিয়ে ও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন কবি মোতাহের হোসেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.