প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১০:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ২:০৫ পূর্বাহ্ণ
পিকআপের ধাক্কায় জঙ্গলবাড়ির এক নারী নিহত
ভোরের আলো বিডি ডেস্কঃ
কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নে জঙ্গলবাড়ি গ্রামের আফরোজা সুলতানা রূপা(৩০) নামের এক নারী পিকআপের ধাক্কায় নিহত হবার খবর পাওয়া গেছে। নিহত নারী জঙ্গলবাড়ি গ্রামের চন্দন মিয়ার স্ত্রী ও চার সন্তানের জননী।
২৭ সেপ্টেম্বর(২০২৪), শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে
কিশোরগঞ্জ চামড়াঘাট সড়কের শিমুলতলা এলাকায় রাস্তা পার হতে গিয়ে পেছন দিক থেকে ছুটে আসা দ্রুত গতির পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
দুইজন মোটরসাইকেল আরোহী তাৎক্ষণিক ঘাতক পিক-আপকে ধাওয়া করে কিরাটন সমিতি বাজার এলাকায় আটক করে।
করিমগঞ্জ থানার ওসি মো. শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় পিক-আপ আটক করা হয়েছে এবং অন্যান্য আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য পুলিশ তৎপর রয়েছে।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.