(মো:সারোয়ার জাহান)অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফাঁসির হুমকি দেওয়ায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এসএম মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।মনিরুজ্জামান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গোপনীয় সহকারী (সিএ) পদে কর্মরত ছিলেন।
সোমবার (৭ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা ইয়াসমিন।
‘জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম’ এ শিরোনামে একটি জাতীয় দৈনিকে দেওয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে আপত্তিকর এ মন্তব্য করেন এসএম মনিরুজ্জামান। তার মন্তব্যটি ছিল, ‘আগে জেলে যাবার সম্ভাবনা ছিল এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবিত থাকেন)।’
বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে ইউএনও ফারহানা ইয়াসমিন বলেন, মাননীয় প্রধান উপদেষ্টাকে জড়িয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মনিরুজ্জামান প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করে আসছিলেন।