ডেস্ক রিপোর্ট:
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় সেনা অভিযানে নিয়ামতপুর এলাকার মোসাব্বির হোসেন সাদ্দাম কে আটক করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) দুপুরের দিকে করিমগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের একটি অভিযানিক দল নিয়ামতপুর বাজার থেকে তাকে আটক করে।
রাত সাড়ে নয়টার দিকে তাকে করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, মোসাব্বির হোসেন সাদ্দাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।গত ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নে সে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে।
তাছাড়াও তিনি বিএনপির সাবেক সাংসদ(কিশোরগঞ্জ-৩) বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদের পুত্র এবং জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন) এর ভাই।
Leave a Reply