(মো: সারোয়ার জাহান)বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি। এ সংক্রান্ত একটি চিঠি রবিকে দেওয়া হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম ওরফে তামিম হত্যার ঘটনায় রবির নাম উঠে আসে। এর প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো বিএনপি।
এড.রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ্য-"সম্প্রতি সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিল নিহত হওয়ার ঘটনায় আপনার জড়িত থাকার অভিযোগের বিষয়ে গত ১১অক্টোবর ২০২৪ তারিখে আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। আপনি কারণ দর্শানো নোটিশের যে জবাব দিয়েছেন সেখানে আপনার বক্তব্য স্পষ্ট করতে পারেননি।
সুতরাং আপনার বিরুদ্ধে দায়ের করা মামলা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি দলের যে সকল পদে দায়িত্ব পালন করেছেন সমস্ত পদ নির্দেশক্রমে স্থগিত করা হলো।"