প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৫:৪২ পূর্বাহ্ণ
কবিতা, গান ও আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হয় ভোরের আলোর ১২০৮তম সভা

ভোরের আলো বিডি ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের ১২০৮তম সভা অনুষ্ঠিত হয়েছে।
২২নভেম্বর (শুক্রবার) সকাল ৮ ঘটিকায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টালে এই আসরটি জমে ওঠছিলো।
এতে সভাপতিত্ব করেন ভোরের আলোর সিনিয়র সহসভাপতি "অথচ এবং ইত্যাদি" বইয়ের লেখক কবি মোতাহের হোসেন।
ভোরের আলোর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় সাহিত্য আসরটি নানাভাবে উপস্থাপিত হয়েছে।
কবিতা, গান ও আলোচনায় এ আসরে প্রেম-ভালোবাসা ও মানুষের জৈবিক অনুভুতিগুলো সবিস্তারে স্থান পায়। ফলে রসবোধের অনন্য স্বাদের এক মোহনীয় ঝলকানিতে স্নিগ্ধ আবেশে রোমাঞ্চিত হয় সবাই।
যাদের আকর্ষণীয় ব্যঞ্জনা ও দ্যুতনায় আসরটিকে প্রাণবন্ত করেছেন তারা হলেন কবি মোতাহের হোসেন, আসরের সহসভাপতি কবি বিমল চন্দ্র ভৌমিক, বেসরকারি গণগ্রন্থাগারের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন, গুজাদিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন আকন্দ, সাংগঠনিক সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মাজহারুল ইসলাম, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক ও বিশিষ্ট পল্লী গায়ক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সভাপতি মোঃ মোতাহের হেসেন সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী আসরে যোগদানের আহবান জানিয়ে তার স্বরচিত " মশা" নামের একটি গান পরিবেশন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.