(মো:সারোয়ার জাহান)কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপতিত্বে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে৷
আন্দোলনে নিহতদের স্মৃতিচারণ করে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন,‘হাজারো ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। এ প্রেরণাকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবেই আমরা সবাই মিলে উন্নত বাংলাদেশ বিনির্মান করতে সক্ষম হব।’
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ শাহেদ রনি, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন, শহিদ মোবারক হোসেনের মা জামেনা খাতুন, শহিদ আব্দুল্লাহ রুবেলের বোন সুমাইয়া, আহত আবু মুসা শান্ত ও সাকিব আল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
আহতের সুস্থতা কামনা করে ও শহীদদের আত্মার শান্তিকামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা মোবারক হোসেন বুলবুল।
করিমগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার শহিদ আব্দুল্লাহ রুবেল ও শহিদ মোবারকের পরিবারের কাছে অনুদানের চেক তুলে দেন।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।