তিনি ১৯৭৯ ও ১৯৯১ সনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ–৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসন থেকে নির্বাচন করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন ইউনিটে তিনি অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেন। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তার নেতৃত্বে কিশোরগঞ্জ শহর হানাদারমুক্ত হয় মুক্তিযুদ্ধের পর তিনি নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।
তার এক ছেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ এর মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অশোক সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী, কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, করিমগঞ্জ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ কমিটিসহ বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং, তার আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।