প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ণ
ভোরের আলো সাহিত্য আসরের ১২১৭তম সভা অনুষ্ঠিত

ভোরের আলো বিডি ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের ১২১৭তম সভা অনুষ্ঠিত।
কবিতা,আলোচনা ও গানের মধ্যি দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোরের আলো সাহিত্য আসরের ১২১৭তম সভা
এ আসরের সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো: মনজুরুল হক।
আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা সঞ্চালনায় এই আসরটি জমে ওঠে।
১৭ জানুয়ারি, শুক্রবার (২০২৫খৃঃ) সকাল ৮টায় কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ন ডেন্টাল কেয়ারে এই আসরটি আড়াই ঘন্টাব্যাপি এক টানা চলে।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন বিশিষ্ট গজল পরিবেশক মো: আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও ভোরের আলোর প্রধান সমন্বয়ক হাজী মোহাম্মদ আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডা: মো: হিরা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো: মাজহারুল ইসলাম, বিশিষ্ট গীতিকার মোঃ জিয়াউর রহমান, নারী অংশের নেত্রী সূবর্ণা দেবনাথ, অতৃপ্ত বাসনার লেখক মোঃ জিয়াউল হক, আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক কবি হিরন আকন্দ, বাউল শিল্পী মো: কবির হোসেন, মোছাঃ আনোয়ারা বেগম, শিল্পী মোঃ জিয়াউল হক জিয়া, শিল্পী রাখাল চন্দ্র দাস, কবি সাদেকুজ্জামান সোহাগ, কবি সোহানুর রহমান সোহান ও কবিতা প্রেমি মোঃ আজহারুল ইসলাম রুনু।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.