প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৮, ২০২৫, ১২:০৬ অপরাহ্ণ
শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে কিশোরগঞ্জের হারুয়ায় কম্বল বিতরণ

ভোরের আলো বিডি ডেস্কঃ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মরণোত্তর বীর উত্তম খেতাবপ্রাপ্ত শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম এর রুহের মাগফেরাত কামনায় কিশোরগঞ্জে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি)-২০২৫ বিকালে জেলা শহরের ৪৭৮, পশ্চিম হারুয়া এলাকার শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার কার্যালয়ে এ দোয়া ও কম্বল বিতরণের আয়োজন করেন গ্রন্থাগারের প্রতিষ্টাতা সভাপতি হাজী মোঃ আবু সাঈদ।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)-২০২৫ কিশোরগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের অনুদান হিসেবে, জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে কিছু সংখক কম্বল প্রদান করেন এই প্রতিষ্টানে। পরে জেলা প্রশাসক মহোদয়ের অনুদানের কম্বলগুলো অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা কবি,সাংবাদিক ও তথ্যসংগ্রাহক মোঃ রেজাউল হাবিব রেজা।
কম্বল বিতরন কালে অন্যদের মাঝে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন পৌর কৃষকদলের আহবায়ক মোঃ তৌহিদ হোসাইন, সমাজসেবক মোঃ মাসুদ মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া,গ্রন্থাগারের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, সহ-সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান, যুগ্ন-সাধারণ সম্পাদক আল কাউসার বাব্লু, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান রেজা, লাইব্রেরী সম্পাদক জান্নাতুল ফেরদৌস আশামনি,কোযাধ্যক্ষ মোছাঃ লতিফা আক্তার, ব্যবসায়ী মোঃ জামাল মিয়া প্রমুখ।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.