আজ ৩১জানুয়ারি-২০২৫ (শুক্রবার) সকাল ৮টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য সংগঠনের ১২১৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অথচ এবং ইত্যাদি বইয়ের লেখক কবি বিশিষ্ট ব্যাংকার মোঃ মোতাহের হোসেন।
ভোরের আলোর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় জমে ওঠেছিল এই আসরটি।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপন সাহিত্য আড্ডার সভাপতি বিশিষ্ট ছড়াকার ও তথ্য সংগ্রাহক সাদরুল উলা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের আলোর সাবেক সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী মাসুদুর রহমান আকিল।
বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য শিল্পী মোঃ জসীম উদ্দীন।
[caption id="attachment_6439" align="alignnone" width="300"] oppo_1024[/caption]
আরো উপস্থিত ছিলেন ভোরের আলোর অনুষ্ঠানের জন্য জায়গাপ্রদানকারী আসরের উপদেষ্টা দন্তচিকিৎসক ডা. মোঃ হিরা মিয়া, সাংবাদিক আলী রেজা সুমন, গুজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হেলাল উদ্দিন আকন্দ, বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, বাউল শিল্পী কবির হোসেন, ভোরের আলোর নারী অংশের আহবায়ক সুবর্না দেবনাথ, সাহিত্য সম্পাদক আলহাজ্ব মর্তুজা জামাল, আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক কবি হিরন আকন্দ, কবি সাদেকুজ্জামান সোহাগ,নৃত্যশিল্পী ইভা হোসেন জবা ও শিল্পী খোকন চন্দ্র সাহা প্রমুখ। অনুষ্ঠানের পরতে পরতে নবনির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে সম্মানিত করেন উপস্থিত কবি-সাহিত্যিক,সাংবাদিক,শিল্পী ও সাংস্কৃতিক কর্মীগণ।
oppo_1024
[caption id="attachment_6441" align="alignnone" width="300"] oppo_16[/caption]
অনুষ্ঠান শেষে সভাপতি স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে সাহিত্য আসরের সমাপ্তি ঘোষণা করেন এবং একই সাথে পরবর্তী ১২২০তম অনুষ্ঠানে যোগদান করার জন্য সবিনয়ে সকলের প্রতি অনুরোধ করেন।