প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

ভোরের আলো বিডি ডেস্কঃ
আফসার উদ্দিন, কিশোরগঞ্জ থেকে :
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ ১৬ ই ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ৯ : ৩০ঘটিকা কিশোগঞ্জ সদর বিন্নগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ বিসিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মোঃ আছাদুজ্জামান আল ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন ঢাকা বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. মো.আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা খোদেজা আক্তার ও সহকারি হিসাবরক্ষণ কর্মকর্তা দয়াময় বিশ্বাস প্রমুখ।
বিসিক কর্তৃপক্ষ জানান, এ প্রশিক্ষণ কার্যক্রম ৫দিনব্যাপী চলবে। এটি এখন ৪র্থ তম ব্যাচ চলছে। প্রতি ব্যাচে রয়েছে ২৫ জন উদ্যোক্তা । তারা আশা প্রকাশ করে বলেন : "এই প্রশিক্ষণ নিয়ে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে এক সময় বড় উদ্যোক্তা হয়ে উঠবে।"
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.