প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১১:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষাদিবস উদযাপন করেছে ভোরের আলো সাহিত্য আসর

ভোরের আলো বিডি ডেস্কঃ
কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।
ভোর ৬টায় গুরুদয়াল কলেজ স্থিত কিশোরগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যি দিয়ে ভোরের আলো সাহিত্য আসর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচীর সূচনা করে।
আজ ২১শে ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৬ঘটিকায় সাহিত্য আসরের সভাপতি কবি মোতাহের হোসেন এর নেতৃত্বে শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। ৫২এর ভাষা আন্দোলনের শহীদ হওয়া সালাম, জব্বার,বরকত,রফিকসহ সকল ভাষা সৈনিকের প্রতি পুষ্পার্ঘ্য দানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অত:পর কলেজ মাঠ হতে পরবর্তী কর্মসূচির পালন করতে কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ ভোরের আলো কার্যালয়ে গিয়ে সবাই সমবেত হন। সকাল ৮টায় শুরু হয় ২য় পর্বের নানা অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রারম্ভে সূচনা বক্তব্য রাখেন সাহিত্য আসরের সভাপতি কবি মোতাহের হোসেন। অত:পর
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কবি আজহারুল ইসলামের কন্ঠে পেশ করা হয় ইসলামী সংগীত। একইভাবে আল্লাহ-নবীর কৃপা লাভে দ্বিতীয় সংগীত পরিবেশন করেন কবি,গীতিকার ও বাউল শিল্পী মো: কবির সরকার।
দেশমাতৃকার উৎসর্গ করা সালাম,বরকত,রফিক ও জব্বারের স্মৃতিতে মনকাড়া গান পরিবেশন করেন সাদিয়া জাহান রেজা। পর্যায়ক্রমে ২১শে দিবসকে গানে গানে উদ্দীপ্ত করে রাখেন শিল্পী মো: আমীর হামযা, সভাপতি মোতাহের হোসেন নিজে, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মাজহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক (সঃপ্রাঃবিঃ) মোঃ হেলাল উদ্দিন আকন্দ, আকলিমা আক্তার। কবিতার ছন্দে আসরটিকে মাতিয়ে রাখেন আইন ও শৃঙ্খলাবিষয়ক সম্পাদক কবি হিরন আকন্দ, কবি মো: সাদেকুজ্জামান সোহাগ, কবি মোতাহের হোসেন, ভোরের আলোর নারী অংশের সম্পাদিকা মির্জা মাহবুবা বেগ মৌসুমী প্রমুখ।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাহিত্য আসরের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ও ৬বছর একাধারে ভোরের আলোর সাবেক দায়িত্ব পালনকারী শিক্ষাবিভাগের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো: আবুল বাহার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গণগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ বেসরকারি গনগ্রন্থাগারের সভাপতি, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মো: রুহুল আমিন।
কৃষিবিভাগের অবসরপ্রাপ্ত সরকারি অফিসার মনজুরুল হক, শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও ভোরের আলো সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক হাজী মোহাম্মদ আবু সাঈদ,অবসরপ্রাপ্ত শিক্ষক হেলাল উদ্দিন আকন্দ,বৈষম্যবিরোধী আন্দোলনের রক্তাক্ত জখমী সুমাইয়া আক্তার ইকরা, বৈষম্যবিরোধী আন্দোলনের জখমীদের প্রত্যক্ষভাবে সেবাদানকারী তরুণী আলিফ আফরিন।
আলোচক ছাড়াও এতে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের অনুষ্ঠান চালিয়ে যাবার স্থানদাতা দন্ত চিকিৎসক ডা: হিরা মিয়া ও জাহানারা রেজা।
অনুষ্ঠানে একটু পর পর আসরের সদস্যরা আসতে থাকায় আসরে ক্রমশঃ উপচে পড়া ভীড়ে স্থান সংকুলানের অভাব হয় । ফলে প্রথম পর্বে আসা সদস্যরা অনুষ্ঠান থেকে সরে গিয়ে আগতদের জায়গা করে দেন। ফলে আসরটিকে কয়েক দফা সময় বর্ধনের ঘোষণা দিতে হয়। ভোর ৬টা হতে সাড়ে ১০টা পর্যন্ত একটানা সাড়ে ৪ঘন্টা পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে নেয়া এক বিরল ঘটনা।
তারপর ধৈর্যচ্যুতি ছাড়াই আসরের সমাপ্তি ঘোষনা করেন আসরের সভাপতি ব্যাংকার, কবি মোতাহের হোসেন। তিনি একটি পদ্যবন্দি কাব্য রচনায় একুশের সৈনিকদেরকে শ্রদ্ধা নিবেদন করে নানা ছন্দমালায় অভিসিক্ত করেন এবং উপস্থিত কবি,সাহিত্যিক,ছড়াকার, আলোচক ও শ্রোতামন্ডলীদের ধন্যবাদ জানিয়ে পরবর্তী সাহিত্য অনুষ্ঠানে আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.