আশরাফুল ইসলাম নাদিম।
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট কর্তৃক আয়োজিত কর্মশালার আজ ২য় দিন অতিবাহিত হচ্ছে।
কিশোরগঞ্জের শহরস্থ মডেল থানার পাশে সমবায় ভবনের দ্বিতীয় তলায় প্রবীণ হিতৈষী সংঘের হলরূমে সংবাদ, সাংবাদিক ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।
আজ ২৬ফেব্রুয়ারি (বুধবাার) বেলা ১১টায় এ অনুষ্ঠান চলাকালে উপস্থিত হন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি বিশিষ্ট ব্যাংকার কবি মোতাহের হোসেন। উপস্থিত হন জাতীয় সাংবাদিক সংস্থার৷ কিশোরগঞ্জ জেলা ইউনিটের সিনিয়র সহসভাপতি আমিনুল হক সাদী। বাদশা ভুইয়া পাঠাগারের প্রতিষ্ঠাতা,বাংলাদেশ বেতার ও টিভি শিল্পী মোঃ আবদুর রহমান ভুইয়া (বাবুল), গুজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন আকন্দ প্রমুখ।
প্রশিক্ষণ কর্মসূচিতে সংবাদের ৬টি উপদান ও কিশোরগঞ্জের সাংবাদিক ও সাংবাদিকতা বিষয়ক তথ্য তুলে ধরেন আমিনুল হক সাদী। অনলাইনে নিউজ করতে তাতে অনুপ্রবেশ করার নিয়ম ও নিউজ প্রকাশের পদ্ধতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভ্রান্তি ছড়ানোর কুফল এবং তা জাস্টিপাই করতে রিউমার স্ক্যানারের ভুমিকা নিয়ে আলোচনা করেন প্রশিক্ষক মো: রেজাউল হাবিব রেজা। প্রশিক্ষণার্থীদের উৎসাহ প্রদান করতে বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার কবি মোতাহের হোসেন। তিনি বৃদ্ধ বয়সে প্রশিক্ষণ নিয়ে প্রথম হয়েছিলেন বলে অভিব্যক্তি ব্যক্ত করেন। অত:পর তিনি বলেন জাতীয় সাংবাদিক সংস্থা কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালাটি একটি মহৎ উদ্যোগ। আপনারা প্রশিক্ষণে মনযোগী হলে নিশ্চয়ই সফল হবেন।
বিকেল ৩টার সময় ২য় দিনের প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত হয়।
তার আগেরদিন (গতকাল) মঙ্গলবার জাতীয় সংবাদিন সংস্থার সভাপতি সাংবাদিক শফিক কবীরের সভাপতিত্বে তা শুরু হয়েছিল। সাংবাদিক সংস্থার জেলা কমিটি সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফারুক এর সঞ্চালনা করেন এবং এই প্রশিক্ষণ কর্মশালার নানা বিষয়াদি তুলে ধরে সেই সব বিষয়ের প্রতি লক্ষ্য রেখে বক্তব্য প্রদান করার জন্য অতিথিগণের প্রতি আহবান করেছিলেন। পরে কিশোরগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, বিআরডিবির সাবেক পরিচালক মোঃ নিজাম উদ্দিন প্রশিক্ষণের কার্যক্রম দেখতে আসা অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। কমিটি কর্তৃক নির্ধারিত বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম তথা আলোচনা চালিয়ে যান জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র ভাইসচেয়ারম্যান মোঃ রেজাউল হাবিব রেজা। আগামীকাল বৃহস্পতিবার তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হবে। প্রশিক্ষণার্থীদের পরীক্ষাগ্রহণের মাধ্যমে তাদেরকে সার্টিফেকেট প্রদান করার কথা রয়েছে। নানাবিধ আলোচনার পর গতকাল বিকেল ৪ ঘটিকায় প্রথমদিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি টানেন সভাপতি শফিক কবীর।