প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৮:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ
ইসলামী সংগীত, আত্মশুদ্ধির আলোচনা ও সংযম শিক্ষার কবিতায় আজকের ১২২৫তম আসরটি প্রাণবন্ত ছিল।

ভোরের আলো বিডি ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের ১২২৫তম সভা অনুষ্ঠিত।
ইসলামী সংগীত, আত্মশুদ্ধির আলোচনা ও সংযম শিক্ষার কবিতায় আজকের আসরটি প্রাণবন্ত ছিল।
আজ ৭ মার্চ -২০২৫ (শুক্রবার) সকাল ৯ টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসরের এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসর সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও কবি মোতাহের হোসেন।

ভোরের আলোর প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত বিশিষ্ট চিন্তক, কবি-সাহিত্যিক ও তথ্য সংগ্রাহক আবু তোরাব ফোরকান।
আলোচকদের মধ্যে অন্যতম তথ্য উপস্থাপক ছিলেন বেসরকারি গনগ্রন্থাগার সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন। বিশেষ আলোচক হিসেবে
উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কৃষি অফিসার মোঃ মনজুরুল হক।
[video width="1024" height="576" mp4="https://voreralobd.com/wp-content/uploads/2025/03/Messenger_creation_5EABA3BE-10DA-47A4-ACDB-480EC322775E.mp4"][/video]
সাহিত্য ও কাব্যরসের উপাদান নিয়ে আলোচনা করেন কবি সাদেকুজ্জামান সোহাগ, ইসলামী সংস্কৃতির স্বরুপ ও ব্যপ্তি নিয়ে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, কবিতায় প্রাণোচ্ছল দ্যুতনা আর ছন্দময় ভঙ্গিতে চমকপ্রদ কবিতা আবৃত্তি করেন কবি হিরন আকন্দ। ইসলামী গানে মুগ্ধ করেন বাউল শিল্পী কবির হোসেন, গানের এক লাইন রোমন্থন করেন আনোয়ারা বেগম।
তাছাড়া অনুষ্ঠানের শেষান্তে প্রাণবন্ত সভার অগ্রগতির খবর নিতে আসেন ভোরের আলোর উপদেষ্টা ডাঃ মোঃ হিরা মিয়া এবং ভোরের আলোর সহসভাপতি বিশিষ্ট ব্যাংকার, কবি বিমল চন্দ্র ভৌমিক।
[video width="720" height="1280" mp4="https://voreralobd.com/wp-content/uploads/2025/03/VID20250307100528.mp4"][/video]
সাহিত্য আলোচনা-কাব্যরস ও সঙ্গীতের মুগ্ধতা নিয়ে পর্যবেক্ষণে ছিলেন মো: জহিরুল ইসলাম (জুয়েল), শারমিন সুলতানা বেবী ও আবদুল হামিদ নার্সিং কলেজের শিক্ষিকা মৌ আক্তার।
আসরের অনুষ্ঠান শেষে সভাপতি মোতাহের হোসেন সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.