প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ
আজ ভো্রের আলো সাহিত্য আসরের ১২৩৩তম সভা অনুষ্ঠিত

ভোরের আলো বিডি ডেস্কঃ
কবিতা,গান,ছড়া ও ২২বর্ষ পূর্তি উৎসবের আলোচনায় প্রানবন্ত ছিল ভোরের আলো সাহিত্য আসরের ১২৩৩ তম সভাটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসরের সভাপতি কবি ও সাবেক ব্যাংকার, অথচ এবং ইত্যাদি বইয়ের লেখক মো: মোতাহের হোসেন।
[video width="720" height="1280" mp4="https://voreralobd.com/wp-content/uploads/2025/04/VID20250418095104.mp4"][/video]
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক ও ভোরের আলোর প্রধান পৃষ্ঠপোষক মো: নিজাম উদ্দিন।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এ আসরটি অনুষ্ঠিত হয়।
আজ ১৮এপ্রিল (শুক্রবার) সকাল ৯টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল চেম্বারে ২ঘন্টাব্যাপি এ আসরটি জমজমাট হয়ে ওঠছিলো।
কবিতা,গান ও আলোচনায় সরব ছিলেন সরকারি অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ মনজুরুল হক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আকন্দ, ডিবি কার্যালয়ের অবসরপ্রাপ্ত অফিস স্টাফ শিল্পী শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন, বিশিষ্ট ব্যাংকার কবি বিমল চন্দ্র ভৌমিক, আসরের সাংস্কৃতিক সম্পাদক শিল্পী মাজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, বাউল শিল্পী কবির সরকার, ব্র্যাকস্টাফ কবি আফরোজা আক্তার আফ্রিদি মন্ডল, স্বাস্থ্য সহকারি তানিয়া আক্তার, সাদিয়া জাহান রেজা, মোঃ জহিরুল ইসলাম জুয়েল, শিল্পী রাখাল চন্দ্র সরকার ও দন্তচিকিৎসক হিরা মিয়া।

অনুষ্ঠান শেষে সভাপতি মোঃ মোতাহের হোসেন সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী অনুষ্ঠানে যথাসময়ে সবার উপস্থিতি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.