প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ১০:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ৯:৫২ পূর্বাহ্ণ
২২বর্ষ পূর্তি উৎসবকে ঘিরে ভোরের আলো সাহিত্য আসরের ১২৩৫তম সভা অনুষ্ঠিত।

রেজাউল হাবিব রেজা
ভোরের আলো সাহিত্য আসরের ১২৩৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
২২তম বর্ষপূর্তি সামনে। সবার চয়েস ভালো একটি স্থান। ভোরের আলোর সদস্যরা এ নিয়ে ভাবনার অন্ত নেই। বর্ষপূর্তির দিনে কার কেমন পারফরম্যান্স হবে তা নিয়ে সবাই উদ্বেলিত। এমন উদ্দীপনা ও উৎসাহ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোরের আলো সাহিত্য আসরের ১২৩৫ তম সভা। ভোরের আলোর ২২বছরের জীবনে কোনো চাঁদাবাজী নেই। নেই কোনো সরকারি অনুদান। তাহলে প্রশ্ন থেকে যায় এটি চলছে কেমনে? আসলে ভোরের আলো সাহিত্য আসরের সদস্যরাই এর নিয়ামক শক্তি। সময়ের প্রেক্ষিতে কর্মসূচিগুলো তাৎক্ষণিক যোগান দিতে সদস্যরা নিজেরাই অর্থ দিয়ে থাকে। সেই লক্ষেই এগিয়ে চলছে ২২বর্ষ পূর্তি উৎসবের কর্মসূচি। পুরনো সদস্যরাও এগিয়ে আসছে এবং ফোন করে এতে অর্থ দিয়ে অংশগ্রহণের অনুমতি চাচ্ছে। আমরা নিঃশর্তভাবে এ অর্থগ্রহন করছি। শুধুমাত্র নতুন-পুরাতন সদস্য ও হিতাকাঙ্খীদের অনুদান ছাড়া অন্য কারো অনুদান গ্রহণ করছিনা,করবোও না। এ ভাবনায় আজ ভোরের আলো সাহিত্য আসর খুব সরব ছিলো। ২২বর্ষ পূর্তি উৎসবকে প্রাণবন্ত করতে প্রেরণাদানকারী লেখা ও সমকালীন ঘটনার উত্তরণে নিয়ে আসেন স্বরচিত কবিতা। পাশাপাশি বজ্রকঠিন শপথে উৎসবমুখর করার প্রবণতায় সবার কন্ঠে ভেসে ওঠে " ""আমাদের ২২বর্ষ পূর্তি উৎসব হোক মানবতার, পূর্তি উৎসব হোক স্নেহ মমতার,পূর্তি উৎসব হোক সবুজ বাংলাকে নবরূপে গড়ার, পূর্তি উৎসব হোক অসাম্য দূর করে সাম্য ফিরিয়ে আনার, পূর্তি উৎসব হোক বৈষম্য দূর করে সকলের তরে সমান নীতি প্রণয়ণের, পূর্তি উৎসব হোক অন্যায়ের কালো থাবা ধ্বংসের, পূর্তি উৎসব হোক ভোগের বদলে ত্যাগের, পূর্তি উৎসব হোক হিতের সাথে যা কিছু বিদ্যমান তা-ই সাহিত্য বলে যৌক্তিক সংজ্ঞায়।""
সরব শ্লোগানে গরব মন ও মননের প্রতিচ্ছবি নিয়ে আজ ২৫ এপ্রিল-২০২৫ খৃস্টাব্দ, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ,২৬শাওয়াল ১৪৪৬ হিজরী তারিখে সকাল ৯টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল রুমে এ ৩ঘন্টা ব্যাপি এক আলোচনামুখর অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসরের সভাপতি বিশিষ্ট ব্যাংকার কবি ও সাহিত্যিক মো: মোতাহের হোসেন।
ভোরের আলোর প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক হিসেবে এতে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কৃষিকর্মকর্তা মো: মনজুরুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোরের আলোর সহসভাপতি বিমল চন্দ্র ভৌমিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক শিল্পী হেলাল উদ্দিন আকন্দ,উপদেষ্টা ডাঃ হিরা মিয়া, সাংগঠনিক সম্পাদক জহিরুল হাসান রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম, অবসরপ্রাপ্ত ডিবি অফিস স্টাফ মো: শফিকুল ইসলাম, কবি ও শিল্পী কবির হোসেন সরকার, কবি সাদেকুজ্জামান সোহাগ, শিল্পী রাখাল চন্দ্র সরকার, বোরের আলোর নারী অংশের সাধারণ সম্পাদক মির্জা মাহবুবা বেগ মৌসুমী ও আজহারুল ইসলাম (রনু) প্রমুখ।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.