প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও সুষম নগরায়ণের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন। কমিশন।
![]()
ভোরের আলো বিডি ডেস্কঃ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সূত্রে জানা গেছে, আজ ২৯ এপ্রিল, ২০২৫ আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও সুষম নগরায়ণের সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন ২১ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশন এ প্রতিবেদন হস্তান্তর করে।
আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও সুষম নগরায়ণ বিষয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, ‘পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে টেকসই এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট নীতির ভিত্তিতে শ্রমঘন শিল্প ও বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া।’
শ্রমের বিকেন্দ্রীকরণ ও অভ্যন্তরীণ অভিবাসী সমস্যার সমাধানে পরিকল্পিত শিল্প বিকেন্দ্রীকরণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন।
অন্তর্বর্তী সরকার গত ১৭ নভেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশন শ্রম বিষয়ে অংশীজন ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.