প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
ভোরের আলো সাহিত্য আসরের ১২৫১তম সভা অনুষ্ঠিত
![]()
ভোরের আলো বিডি ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের আজ ১২৫১তম সভা অনুষ্ঠিত হয়েছে।
গান কবিতা, ছড়া,কৌতুক ও আলোচনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠছিলো ভোরের আলো সাহিত্য আসরের ১২৫১তম সভাটি।
আজ ৩০মে-২০২৫ (শুক্রবার) সকাল ৯টায় কিশোরগঞ্জ থানা মার্কেটস্থ মডার্ন ডেন্টালে এই আসরটি চলছিলো।
এতে সভাপতিত্ব করেন কবি ও সাবেক ব্যাংকার মো: মোতাহের হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলোর প্রধান পৃষ্ঠপোষক বিআরডিবির পরিচালক কবি মো: নিজাম উদ্দিন।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো: মনজুরুল হক,নিয়মিত আসরের স্থানদাতা দন্ত চিকিৎসক মোঃ হিরা মিয়া, সাহিত্য আসরের সহসভাপতি, বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্রভৌমিক, অবসরপ্রাপ্ত সেনাসদস্য শিল্পী কাজী আহমেদ রাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কন্ঠশিল্পী মো: মাজাহারুল ইসলাম, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, শিল্পী ফারুক আল মাহমুদ, তরুন শিল্পী মো: আরিফুল ইসলাম ইমন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সভাপতি কবি মোতাহের হোসেন সকলকে ধন্যবাদ সাহিত্য আসরের সমাপ্তি ঘোষনা করেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.