প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৪:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৫, ১:৫৩ পূর্বাহ্ণ
কিশোরগঞ্জে সবুজ পল্লব ফাউন্ডেশনে’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প।

ভোরের আলো বিডি ডেস্কঃ
সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) এর উদ্যোগে গতকাল ০৮জুন ২০২৫ খ্রি: তারিখে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। উক্ত ক্যাম্পেইন এ মোট ২৫০ জনেরও বেশি মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। স্বাস্থ্য সেবা প্রদান করেন ডাক্তার ডা.আমিনুল ইসলাম এম.বি.বি.এস
, এফসিপিএস (মেডিসিন শেষ পর্ব ) এম.আর.সি.পি, যুক্তরাজ্য এবং ডা: মনসুর আলম, এম.বি.বি.এস
জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ এ ২ জন মানবিক ডাক্তার শতাধিক রুগীকে বিনামূল্যে সেবা প্রদান করেন। তাছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ এর তিনজন মেডিকেল স্টুডেন্ট সারোয়ার হোসেন, মো: বায়জিদ ও মো: হিমেল) এবং সবুজ পল্লব ফাউন্ডেশন ( কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) এর নেতৃবৃন্দের সহযোগিতায় রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়। বিনামূল্যে ১৫০ জনের অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ পল্লব ফাউন্ডেশন (কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা) এর উপদেষ্টা জনাব আজিজুল ইসলাম, ইউসুফ মাষ্টার, বাধঁন দেবনাথ সহ সভাপতি - খাইরুল ইসলাম, নুরুল আমীন, যুগ্ম সাধারণ সম্পাদক - তামীম ইকবাল, রাকিব আল হাসান, সাংগঠনিক সম্পাদক- আসাদুল ইসলাম আরিফ, সহ অর্থ সম্পাদক - শরিয়ত উল্লাহ, যুগ্ম সাংগঠিন সম্পাদক - আনোয়ার হোসেন, শিক্ষা বিষয়য়ক সম্পাদক -ওমর মোহাম্মদ সাখাওয়াত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক - মো: আনিসুল ইসলাম, যোগাযোগ বিষয়ক সম্পাদক - মো: শাহ আলম তাছাড়া উপস্থিত ছিলেন আসিকুল ইসলাম, দেলোয়ার হোসেন বকুল,কাওসার, নজিবুল, আজিজুল রমজান, মৃদুল সহ আরও অনেক নেতৃবৃন্দ।
এ বিষয়ে প্রতিষ্ঠাতা ও পরিচালক এন নাহার জানান, আর্থিকভাবে পিছিয়ে থাকা সমাজের একটা শ্রেণির মানুষ অনেক সময় অর্থাভাবে চিকিৎসা সেবা নিতে পারেন না। তাদের কথা চিন্তা করেই আমাদের এ উদ্যোগ। এলাকাবাসী সবুজ পল্লব ফাউন্ডেশন এর এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে অংশগ্রহণ করেছেন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.