প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৭:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
ভোরের আলো সাহিত্য আসরের আজ ১২৫৯ তম সভা অনুষ্ঠিত।

ভোরেরআলোবিডি ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের আজ ১২৫৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ন ডেন্টালের রূমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
১১ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত সাহিত্য সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার ও কবি মোতাহের হোসেন।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আড্ডাটি আড়াই ঘন্টাব্যাপী কবিতা,গান ও আলোচনা-পর্যালোচনায় প্রাণবন্ত ছিল।
আলোচনায় ছিলেন কবি সাদেকুজ্জামান সোহাগ, শিল্পী ফারুক আল মাহমুদ ও জ্ঞান তীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক।
সাহিত্য আড্ডায় গান পরিবেশন করেন শিল্পী মনোজ কুমার দেবনাথ, শিল্পী শফিকুল ইসলাম, শিল্পী এস.কে. রাজু, শিল্পী ফারুক আল মাহমুদ, শিল্পী মোঃ কবির সরকার।
উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের বিশিষ্ট আবৃত্তিকার তৌকির ইসলাম তম্ময়, নবাগত অতিথি অরূপ রায় প্রমুখ। অনুষ্ঠান শেষে সভাপতি কবি মোতাহের হোসেন নিজের লেখা কবিতা পাঠ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি পরবর্তী সাহিত্য আড্ডায় যোগদানের অনুরোধ করে ১২৫৯ তম সাহিত্য আড্ডার সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.