প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৫:২৩ পূর্বাহ্ণ
ভোরের আলো সাহিত্য আসরের ১২৬০ তম সভা অনুষ্ঠিত।
![]()
ভোরের আলো বিডি ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের আজ ১২৬০ তম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবি ও ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক।
শুক্রবার (১৮ জুলাই) সকাক ৯ টায় কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন মডার্ণ ডেন্টাল এর চেম্বার কক্ষে ২ ঘন্টা ব্যাপি এ সাহিত্য আড্ডাটি প্রাণবন্ত ছিল।
জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক এর সঞ্চালনায় প্রয়াত কবির রচিত কবিতা আবৃত্তি করেন সে নিজেই। সাহিত্য নিয়ে এতে আলোচনা করেন এবং স্বরচিত কবিতা পাঠ করেন কবি ও ছড়াকার মো: সাদেকুজ্জামান সোহাগ, সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ফারুক আল মাহমুদ, সদ্য প্রয়াত কবি ও ছড়াকার মোঃ মুহিবুর রহীম ও কবি আবদুল হান্নান এর স্মৃতিচারণ করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজা।
অনুষ্ঠান শেষে ভোরের আলো সাহিত্য আসরের সার্বিক খোঁজখবর নেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া ও উপদেষ্টা দন্তচিকিৎসক মোঃ হিরা মিয়া। এ আসরে প্রয়াত কবি শাহাবুদ্দিন আহমেদ, কবি আশুতোষ ভৌমিক,কবি আঃ বারী মাস্টার, নাট্যকার আজিজুর রহমান, সংগঠনের পৃষ্ঠপোষক মোঃ খায়রুল ইসলাম চৌধুরীসহ এ আসরের প্রয়াত সদস্য ও কর্মকর্তাদের স্মৃতিচারণ করা হয় এবং একই সাথে প্রয়াতগণের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে সভাপতি বিমল চন্দ্র ভৌমিক সকলকে ধন্যবাদ জানান ও পরবর্তী অনুষ্ঠানে সকাল ৯টায় ভোরের আলো সাহিত্য আসর এর
সাহিত্য আড্ডায় অংশগ্রহণের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Copyright © 2025 Vorer Alo BD. All rights reserved.