আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ফার্মাকোলজী বিভাগের প্রভাষক ডাঃ মির্জা কাউসার উপহৃত

ভোরের আলো বিডি ডেস্কঃ
গতকাল সন্ধ্যা ৭ঃ০০ ঘটিকায় কিশোরগঞ্জে মির্জা কাউসার নামের এক ডাক্তারকে অপহরণ করা হয়েছে বলে ফেইসবুক পেইজ এবং অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশ হয়েছে।

ডাঃ মির্জা কাউসার প্রেসিডেন্ট বনদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল এন্ড কলেজে ফার্মাকোলজী বিভাগে কর্মরত ছিলেন। তাছাড়া তিনি মেডিস্ক কোচিং সেন্টারের পরিচালনা করে যাচ্ছিলেন।
ডাঃ মির্জা কাউসারের অপহরণকালে তার সহকর্মী ডাঃ সুমন পাশেই ছিলেন। চেষ্টা করা হয়েছিলো ডাঃ সুমনকেও অপহরণ করার। কিন্তু সুমন তাদের উদ্দেশ্য আঁচ করতে পেরেই তিনি দৌড়ে পালিয়ে যান।
ডাঃ সুমন বলেন ঃ কালো গাড়িতে করে ৫ জন ব্যক্তি মেডিস্ক কোচিং সেন্টারে নামেন। তারপর তারা মেডিস্ক কোচিং সেন্টারের দ্বিতীয় তলায় ওঠেন এবং ডাঃ মির্জা কাউসারের নাম তালাশ করেন। পাশেই ছিলেন ডাঃ কাউসার। ওনিই ডাঃ কাউসার কী না তা জিজ্ঞেস করায় হা সূচক উত্তর পাওয়ায় অপহরণকারীরা তাক নিয়ে নিচে নামেন। এসময় চেষ্টা করেন ডাঃ সুমনকেও অপহরন করার। কিন্তু ডাঃ সুমন দৌড়ে পালিয়ে যান।
অপহরণকালে মির্জা কাউসার আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে ফোন করতে উদ্যত হলে একজন তার মোবাইল কেঁড়ে নেয়।


ডাঃ মির্জা কাউসার সম্পর্কে আ ন ম নৌশাদ খান বলেনঃ মির্জা কাউসার একজন নিরীহ ও মেধাবী লোক।
কেউ কেউ সন্দেহ করছে তাকে প্রশাসনের কেউ নিয়ে গেছে কী না? কারণ গাড়ীতে পুলিশের পোশাক পরিহিত একজনকে দেখা গেছে। কেহ কেহ ধারণা করছেন ডাঃ মির্জা কাউসারকে জঙ্গি সংশ্লিষ্টতায় কোনো গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যেতে পারে।
ডাক্তার মির্জা কাউসারের বাড়ী কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর উপজেলায় বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category