আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা ইউনিটের নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ভোরের আলো বিডি ডেস্কঃ
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধা ৬টার সময় রাজশাহী মহানগরী সপুরা এলাকায় অবস্থিত জেলা কমিটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় জেলা কমিটির সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফায়সাল আজম অপু।

এ সময় নব নির্বাচিত সকল সদস্যরা নিজেদের পরিচয় পর্বের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিউ রাজশাহী প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম (আমিন)। কোরআন তেলাওয়াত শেষে জেলা শাখার নেতৃবৃন্দরা তাদের সংগঠনকে এগিয়ে নিতে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি,বিভাগীয় শাখা, জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দের কাঁধে কাঁধ লাগিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা বদ্ধ হন।
সভা শেষে নবনির্বাচিত কমিটিকে ফুলদিয়ে বরণ করে নেয় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category