❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
আমি প্রায়শই দেখি আরবী বা বাংলায় লেখা থাকে “বিসমিল্লাহির রাহমানির রাহিম”
কিংবা আল্লাহু আকবার। কোনো পত্রিকায়, কিংবা কোনো ভিজিটিং কার্ডে, কোনো লিফলেটে, কোনো পোস্টারে কিংবা অন্য কোনো বাহনে। তা দেখে আমি যতটুকু খুশি হই, তারচেয়ে বেশি আমি আহত হই যখন দেখি মাটিতে পড়ে থাকা ওই কার্ড-লিফলেট-পোস্টার বা পত্রিকায় ওপর লেখা বিসমিল্লাহ বা আল্লাহু আকবার এর ওপর মানুষ হেটে যাচ্ছে। কিংবা বইয়ের পাতায় আল্লাহর কালাম লেখার ওপরে পা রাখছে। তা দেখে খুব কষ্ট পাই এবং যত্নের সাথে তুলে নেই। কোনো মানুষ ওই বিসমিল্লাহ ও আল্লাহু আকবার লেখা পত্রে পা রাখলে একজন বিশ্বাসী হিসেবে আৎকে ওঠি। যেহেতু আমি আল্লাহকে, আল্লাহর নবীকে, আল্লাহর কালামকে তথা ইসলাম ধর্মকে লালন করি, সেহেতু এরকম অবমাননা বরদাশত করতে পারিনা। আমি একদিন কোনো এক আলীয়া মাদরাসায় সামনে দিয়ে হেঁটে যাই। দেখলাম আরবীতে লেখা, খুনতুম খাইরান উখরিজাত লিন্নাছে,তা’মূরুনা বিল মা’রূফ, ওয়া তানহাওনা আ’নিল মুনকার, ওয়া তু’মিনুনা বিল্লাহ—-আয়াতটি পদধুলিত হচ্ছে, তখন তা চুমো দিয়ে ওঠিয়ে নিলাম। ভারী কষ্ট অনুভব করলাম। মনে মনে ভাবলাম এ ব্যাপারে জনগণকে সচেতন করার দরকার। এরকম অনুভব থেকেই আমার এ পোস্ট।
আসলে কথা হলো, অনেক দোকানদার ইসলাম ধর্ম শিক্ষা বই ওজনে কিনে নিয়ে ক্রেতাকে ওই বইয়ের পাতা দিয়ে সদায়-পাতি দেয়। কিন্তু সদায়-পাতি দেয়া পুটলার কাগজে যে কোরআনের কালাম আছে তা লক্ষ্য করেনা। এই পুটলার কাগজটি কিসের তা লক্ষ্য না করে আবর্জনা জায়গায় ফেলে দেয়। ফলে আরবী বা বাংলায় লেখা কোরআন হাদিসের বানী অবমাননার শিকার হয়। আলীয়া মাদরাসার অনেক ছাত্র-ছাত্রীকে দেখা গেছে পরীক্ষায় নকল করতে গিয়ে আরবী নোটের বইয়ের পাতা ছিঁড়ে আনে ও তা মন ভুলে রাস্তায় ফেলে দেয়। ফলে এসব আল্লাহর কালামের অবমাননা হয়। আমি সকল পথচারীকে অনুরোধ করবো আপনারা দেখে শুনে পা ফেলবেন। হতে পারে আপনার পদদলিত কাগজটি আল্লাহর কালাম। এটা আপনারা দেখে যদি আল্লাহর কালাম এতে দেখতে পান তা হেফাজত করবেন। আপনি যেভাবে এ কালামকে হেফাজত করবেন, হতে পারে আল্লাহও এর বদৌলতে দুনিয়া ও আখেরাতে আপনাকে হেফাজত করবেন। বাসা বাড়িতে যারা বই-কাগজ বিক্রি করেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন আমাদের ইসলাম ধর্ম শিক্ষা বইটি বিক্রয় না করেন। যারা মাদরাসায় পড়েন, তারাও যেন হাদিস-কোরআন সম্বলিত বই -খাতা বিক্রয় না করেন। আর যারা ভিজিটিং কার্ড ছাপান, লিফলেট ছাপান, স্টিকার ছাপান তারা কখনও বরকতের জন্য বিসমিল্লাহ, আল্লাহু আকবার ও কলেমাসহ ধর্মীয় শব্দাবলী,বাক্য ইত্যাদি ছাপাবেন না। বরকত মনে করে আরবী কালাম তথা আল্লাহর বানী অবমাননার শিকার হলে আপনিও ধ্বংস হতে পারেন। অতএব সাবধান। এ ব্যাপারে সবাই সতর্ক থাকুন।
✍️লেখার তারিখ-১৯শে মে-২০২৩খ্রিঃ,শুক্রবার।
Leave a Reply