-
- সারাদেশ, সাহিত্য
- কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১১৯৫ তম সাহিত্য সভা অনুষ্ঠিত।
- Update Time : আগস্ট, ২৩, ২০২৪, ৯:৫৭ পূর্বাহ্ণ
- 151 View

বার্তা সম্পাদক ( ভোরের আলো বিডি ডেস্ক ) ঃ
কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের ১১৯৫ তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) ২০২৪ ভোরের আলো সাহিত্য আসরের ১১৯৫ তম সভাটি কবি ও বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ ঘটিকায় কিশোরগঞ্জ শহরের থানা মার্কেটস্থ মডার্ন ডেন্টাল কেয়ারে অনুষ্ঠিত সভায় ছড়া,কবিতা ও আলোচনার মাধ্যমে সমকালীন অবস্থা তুলে ধরা হয়।
কবি, সাংবাদিক ও তথ্যসংগ্রাহক রেজাউল হাবিব রেজার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে ।
সভায় আলোচনা,কবিতা ও গানে অংশগ্রহণ করেন জনাব হেলাল উদ্দিন, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা দন্ত চিকিৎসক ডাঃ হিরা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক মাজহারুল ইসলাম, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, আইন ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক কবি হিরন আকন্দ, বাউল শিল্পী কবীর সরকার, কবি রাশেদ মনির প্রমুখ।
More News Of This Category
Leave a Reply